আপনার রক্তদানের ছবি ফেইসবুকে শেয়ার করুন, কারণ এতে

 আপনার রক্তদানের ছবি ফেইসবুকে শেয়ার করুন, কারণ এতে-

প্রকাশিত : ০৭:৪০,  ০৫ আগস্ট ২০২২

১) আপনার রক্তদানের ছবি দেখে অনেকেই রক্তদানে উৎসাহিত হবে, রক্তদানে সাহস পাবে। এতে নতুন নতুন রক্তদাতা তৈরি হবে।

২) রক্তদানের কাজ প্রকাশ করার মাধ্যমে সুস্থ মানুষদের রক্তদানের আহবান জানানো যায়।

৩) ফেইসবুকে পোস্টের মাধ্যমে আপনি আপনার শেষ রক্তদানের তারিখও খুব সহজে মনে রাখতে পারবেন।


অভিজ্ঞতার আলোকে বলছি, রক্তদানের ছবি দেখে অনেক নিরুৎসাহিত ব্যক্তিও পরবর্তীতে রক্তদানে এগিয়ে এসেছেন। ভালো কাজকে যদি আমরা ভালো ভাবে তুলে না ধরি, তাহলে নতুন রক্তদাতা আসবে কোথা থেকে? নতুনদের উৎসাহিত কে করবে?


আপনার রক্তদান দেখে অন্যরা অনুপ্রাণিত হবে... রক্তদানের ছবি যদি এভাবে প্রকাশ করা শুরু না হত, তাহলে রক্তদানের কাজ আজ এই ভালো অবস্থানে আসতো না… রক্তদান প্রকাশিত হোক, অন্যরা অনুপ্রাণিত হোক।


তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রান🌺

 আপনার এক ব্যাগ রক্ত পারে একটি জীবন বাঁচাতে। তাই আসুন নিজে যুক্ত হোন অন্যকে যুক্ত হতে উৎসাহিত করুন।

------------------------------

সচেতনতায়ঃ

কবিরাজপুর ব্লাড ব্যাংক 

ফেইসবুক পেইজঃ কবিরাজপুর ব্লাড ব্যাংক

ফেইসবুক গ্রুপঃ কবিরাজপুর ব্লাড ব্যাংক

এডমিন ফেইসবুকঃ HabiB HowladeR

ওয়েবসাইট: www.kabirajpurbloodbank.blogspot.com

Post a Comment

0 Comments